মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কি?

উঃ মৃত্তিকা গঠনে জলবায়ু তথা আবহাওয়া সক্রিয় ভূমিকা পালন করে। জলবায়ুর বিভিন্ন উপাদান যথা বৃষ্টিপাত ও উষ্ণতা মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদানগুলি জল ও তাপ জোগানের মাধ্যমে আববিকারের ফলে রেগোলিথ সৃষ্টিতে সাহায্য করে। মাটি গঠনের ক্ষেত্রে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রভাব থাকলে তাকে এক্টোডায়নামোমরফিক (Ectodynamomorphic Soil) মৃত্তিকা বলে। নিম্নে বৃষ্টিপার ও উষ্ণতার প্রভাব গুলি আলোচনা করা হলো।

(A) বৃষ্টিপাতের প্রভাবঃ (i) বৃষ্টিপাত বেশি হলে জীবানুদের ক্রিয়াকলাপ বৃদ্ধি পায় এবং এই সকল অঞ্চলে উদ্ভিদের ঘনত্ব বেশি হয়। (ii) বৃষ্টির পরিমান বাষ্পিভবনের চেয়ে বেশি হলে ধৌত প্রক্রিয়ায় মাটির খনিজ পদার্থ অপসারিত হয়ে লোহা ও অ্যালুমিনিয়াম সচিত হাকে ফলে অম্লধর্মী পেডালফার মৃত্তিকা সৃষ্টি করে। যেমন- তুন্দ্রা, পডজল, ল্যাটেরাইট মৃত্তিকা (iii) শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম এবং বাষ্পীভবনের পরিমান বেশি থাকার ফলে ক্ষারধর্মী পেডোক্যাল জাতীয় মৃত্তিকা সৃষ্টি করে। যেমন- সিরোজেম, চারনোজেম, চেস্টনাট মৃত্তিকা। (iv) বৃষ্টিপাত বেশি হলে মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমান বৃদ্ধি পায় এবং মাটির Ph হ্রাস পায়, ফলে মাটি অম্লধর্মী হয়। (v) বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মাটির স্তরায়ন গভীর ও সুস্পষ্ট হয়। যেমন- নিরক্ষীয় ও আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলের মৃত্তিকার স্তরের গভীরতা বেশি। (vi) আর্দ্র অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বেশি কার্যকর হয় ফলে মাটিতে কাদার পরিমান বৃদ্ধি পায়।

(B) উষ্ণতার প্রভাবঃ (i) বিজ্ঞানী ভ্যান্ট হফ্‌ (1884) এর মতে প্রতি 10°c উষ্ণতা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। ফলে মাটি সৃষ্টির হার বৃদ্ধি পায় এবং পরিলেখ পরিনতি লাভ পায়। (ii) উষ্ণ ও আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার হার বেশি হওয়ার রেগোলিথে স্তর গভীর হয়। (iii) তাপমাত্রা বৃদ্ধি পেলে মাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি পায়। (iv) অধিক উষ্ণতায় আবহবিকারের হার বেশি ফলে মাটিতে কেওলিনাইট (কাদা) এর পরিমান বেশি থাকে। (v) আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বেশি হলে সিলিকা সেস্ক্যুওক্সাইডের পরিমান কমে যায়।

(C) বায়ু প্রবাহের প্রভাবঃ বায়ু প্রবাহ বাষ্পীভবনে সহায়তা করে এবং বায়ুপ্রবাহের ফলে মৃত্তিকার ওপরের স্তরের কণা বাহিত হয়ে এক বৈচিত্র্যপূর্ণ মৃত্তিকা সৃষ্টি করে। যেমন হোয়াংহো নদীর তীরে লোয়েস মাটি।

Leave a Comment