২৬. একটি বাজার ও দুটি কেন্দ্রীভূত বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে শিল্পটি কোথায় স্থাপিত হবে?
উঃ এক্ষেত্রে শিল্পটি বাজারের নিকটে স্থাপিত হওয়ার প্রবণতা বেশি।
২৭. শিল্পের শ্রেনিবিভাগে স্কটের রিপোর্টকে গুরুত্ব দেয় কার তত্ত্ব?
উঃ স্ট্যাম্পের তত্ত্ব
২৮. মজুরি সূচক কাকে বলে?
উঃ উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু শ্রমিকের গড় মজুরিকে মজুরি সূচক বলে।
২৯. শ্রম গুণক বা Labour Co-efficient কাকে বলে?
উঃ উৎপাদিত শিল্প পণ্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি এবং উৎপাদিত শিল্প পণ্য ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে শ্রমগুণক বলে।
৩০. জটিল আইসোডোপেন বা ক্রিটিক্যাল আইসোডোপেন কাকে বলে?
উঃ যে রেখা বরাবর শ্রমিকের কম মজুরির জন্য ব্যয় লাঘবের পরিমান এবং কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের পরিবহণ ব্যয় সমান হয়, তাকে ক্রিটিক্যাল আইসোডোপেন বলে।
৩১. ব্রেক অফ বাল্কের ধারণা কে দেন?
উঃ ওয়েবার
৩২. ব্রেক অফ বাল্ক কাকে বলে?
উঃ কোনো পরিবহন মাধ্যমে পণ্যদ্রব্য কোনো স্থানে আনার পর তা পরিবহণগত সুবিধার জন্য কোনো ছোটো ছোটো পরিবহণ মাধ্যমে প্রেরণ করা হয়। যে স্থানে এই ঘটনা ঘটে, তাকে ব্রেক অফ বাল্ক বলে। যেমন- বন্দর ও বড়ো রেল জংশন।
৩৩. পরিবহনের দোলক নীতি (Pendulum Principle) কাকে বলে?
উঃ দীর্ঘ্য দূরত্বের পণ্য পরিবহনের সময় ফিরতি পথে পণ্য বহন করে এনে দুই উপকৃত অঞ্চলের পরিবহণ ব্যয় হ্রাস করা হয়। একে পরিবহনের দোলক নীতি বলে। উদাহরণ- ট্রান্স সাইবেরিয়ার রেলপথ ইউরাল এবং কুজনেৎস্ক শিল্পাঞ্চলকে যুক্ত করায় ইউরালের লোহা ও কুজনেৎস্ক এর কয়লা একে অপরের প্রয়োজনে পাঠানোর সুবিধা হয়েছে। একেই দোলক নীতি বলে।
৩৪. কোন্ অর্থনীতিবিদ ষড়ভূজাকার বাজার এলাকার ধারনা দেন?
উঃ অগাস্ট লশ্
৩৫. চাহিদা শঙ্কু কার প্রদত্ত তত্ত্বে পাওয়া যায়?
উঃ লশ্
৩৬. শিল্প সমাবেশ (Agglomeration belt of Industries) কথাটি কে ব্যবহার করেন?
উঃ ওয়েবার
৩৭. উন্নয়নশীল ও অনুন্নত দেশের অর্থ নৈতিক অনুন্নতির কারন সংক্রান্ত মডেলটি কে দেন?
উঃ গুনার মিরডাল
৩৮. উন্নয়ন ও আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশক তত্ত্বটির নাম কী?
উঃ রস্টোর তত্ত্ব
৩৯. আইসোডোপেনের আকৃতি কেমন হয়?
উঃ ডিম্বাকৃতি
৪০. ক্রিস্টেলারের তত্ত্ব অনুসারে পরিবহনের সূচক কত?
উঃ ৪
৪১. হোটেলিং এর পরস্পর নির্ভরতা তত্ত্বটি কে দেন?
উঃ স্মিথ
৪২. Blanket Rate- বলতে কি বোঝায়?
উঃ আঞ্চলিক সম পরিবহন ব্যয়।
৪৩. জুতো ও চর্মশিল্পের অবস্থানের ভিত্তিতে কে শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ব দিয়েছেন?
উঃ হুভার
৪৪. অগাস্ট ল্যশ কোন গ্রন্থ্রে মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্ব বা বাজার এলাকা তত্ত্বটি প্রদান করেছেন?
উঃ Die Raumliche Ordnung der Writsechaft গ্রন্থে ১৯৪০ সালে জার্মান ভাষায় তাঁর তত্ত্বটি প্রকাশ করেন।
৪৫. অগাস্ট ল্যশ এর তত্ত্বটিকে কে কবে ইংরেজিতে অনুবাদ করেন?
উঃ ১৯৫৪ সালে অধ্যাপক ওগলম।
৪৬. The Principles of Political Economy and Taxation নামক গ্রন্থটি কার লেখা?
উঃ রিকার্ডোর (১৮১৭)
৪৭. The Stage of Economic Growth গ্রন্থটি কার লেখা?
উঃ রস্টো
৪৮. রস্টো কোনো নির্দিষ্ট দেশের অর্থনৈতিক উন্নয়নের কটি স্তরের কথা উল্লেখ করেছেন?
উঃ ৫টি। যথা- সনাতনী অর্থনৈতিক অবস্থা, উত্তরণের পূর্বাবস্থায়, উত্তরণাবস্থা, অর্থনৈতিক পরিপক্কতা অর্জন ও জনগণের ভোগ ব্যবস্থা।
৪৯. রস্টোর তত্ত্ব অনুসারে ভারতের অর্থনৈতিক উন্নয়ন কোন্ স্তরে রয়েছে?
উঃ উত্তরাণবস্থা তে রয়েছে
৫০. “Economic Development with Unlimited Supply of Laboure”- গ্রন্থটির রচয়িতা কে? উঃ আর্থার লুইস। লুইসের তত্ত্বটি দ্বৈতখাত বৈশিষ্ট রয়েছে। যথা- আত্মতোষণ ও পুঁজিবাদী।