ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ বিষয়-অগ্ন্যুৎপাত 

9. আ আ (a a) লাভা কাকে বলে?

উঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে আম্লিক ও সান্দ্র প্রকৃতির এবং প্রচুর সংখ্যায় গ্যাসীয় বুদবুদ যুক্ত লাভা নির্গত হয় তাকে আ আ লাভা বলে। উদাহরণ– হাওয়াই দ্বীপপুঞ্জে আ আ শ্রেণির লাভা পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্য– (i) এই লাভা আম্লিক ও সান্দ্র প্রকৃতির। (ii) সান্দ্র হওয়ায় এর গতিশীলতা কম। (iii) প্রচুর গ্যাসীয় বুদবুদ থাকায় জমাট বাধার পর এই লাভা ঝামা ইটের মত দেখতে হয়। (iv) উপরিঅংশ আগে ঠান্ডা হয় কিন্তু নিচের অংশ ঘন থাকে বলে উপরিঅংশ ভেঙে খন্ড হয় ফলে, পৃষ্ঠদেশ অত্যন্ত এবড়োখেবড়ো হয়ে থাকে।

10. পা হো হো (Pahoehoe) লাভা কাকে বলে?

উঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে প্রচুর গ্যাস সমন্বিত ক্ষারকীয় লাভা নির্গত হয়, তাকে পা হো হো লাভা বলা হয়। উদাহরণ- আফ্রিকার নিয়ামুরাগিয়া আগ্নেয়গিরির ঢাল বরাবর পা হো হো লাভার সঞ্চয় দেখা যায়। বৈশিষ্ট্য– (i) এই লাভা ক্ষারকীয় তরল প্রকৃতির। (ii) তরল প্রকৃতির লাভা বলে এর গতিশীলতা বেশি। (iii) এই লাভার উপরি পৃষ্ঠ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ভাঁজ প্রাপ্ত হয়। এবং দড়ির মত দেখতে হয় বলে একে ‘রজ্জু লাভা’ বলা হয়।

11. পিলো (Pillow Lava) লাভা কাকে বলে?

উঃ সমুদ্র তলদেশে নিমজ্জিত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে নির্গত পা হো হো লাভা তুলোর স্তুপের ন্যায় বা বালিশের স্তুপের মত সঞ্চিত হয়ে জমাট বাঁধে বলে একে পিলো লাভা বলা হয়। উদাহরণ- কানাডিয়ান শিল্ড অঞ্চলে প্রায় 280 কোটি বছরের প্রাচীন পিলো ভালার সন্ধান পাওয়া গিয়েছে। বৈশিষ্ট্য– (i) পিলো লাভার উচ্চতা সর্বোচ্চ এক মিটার বা তার থেকে সামান্য বেশি হতে পারে। (ii) পিলো লাভা উত্তলাকৃতির হয়ে থাকে। (iii) পিলো গুলিতে এক কেন্দ্রীক বা অরীয় প্রকৃতির ফাটল বা চিড় দেখা যায়।

12. “অভিসারী পাত সীমান্তে প্রায়শই অগ্ন্যূৎপাত দেখা যায়”-ব্যাখ্যা করুণ।

উঃ পরস্পরের দিকে ধাবমান পাত সীমান্তকে অভিসারী পাত সীমান্ত বলা হয়। এই পাত সীমান্তে পৃথিবীর অধিকাংশ অগ্ন্যুৎপাতগুলি ঘটে থাকে। এর কারণ হল- (i) একে অপরের দিকে অগ্রসরশীল দুটি পাতের অধোঃপাত অঞ্চলে প্রবল ঘর্ষণে অধিক তাপ উৎপন্ন হয়ে শিলার গলন ঘটে, যা অগ্ন্যূৎপাত ঘটায়। (ii) এরূপ পাত সীমান্তে প্রচুর পরিমানে তেজস্ক্রিয় পদার্থ থাকায়, তেজস্ক্রিয় বিকিরণে উত্তাপের ফলে শিলার গলন ঘটায়। ফলে অগ্ন্যূৎপাত ঘটে। (iii) তুলনামূলক ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে অনুপ্রবেশের ফলে ম্যাগমার সংস্পর্শে এসে মহাসাগরীয় পাতের অংশ গলে গিয়ে ম্যাগমার আয়তন বৃদ্ধি ঘটিয়ে অগ্ন্যূৎপাত ঘটায়।

13. জ্বালামুখ (Crater) ও ক্যালডেরার (Caldera) মধ্যে পার্থক্য লিখুন।

উঃ

বিষয়জ্বালামুখক্যালডেরা
1। সংজ্ঞাআগ্নেয়গিরির উন্মুক্ত মুখ, যেখান দিয়ে লাভা, গ্যাস, বাষ্প প্রভৃতি বেড়িয়ে আসে, তাকে জ্বালামুখ বলে।আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে তীব্র বিস্ফোরণ বা ধসের ফলে আগ্নেয় শঙ্কুর মস্তক বা ঊর্ধ্বাংশ অপসারিত হয়ে অবনমিত অংশকে ক্যালডেরা বলা হয়।
2। অর্থগ্রীক শব্দ ‘Crater’ এর অর্থ ‘জ্বালামুখ’স্পেনীয় শব্দ ‘Caldera’ এর অর্থ ‘কড়াই’।
3। আয়তনজ্বালামুখের আয়তন ক্যালডেরার থেকে ছোটো।ক্যালডেরার আয়তন জ্বালামুখের তুলনায় অনেক বড়ো।
4। ব্যাসজ্বালামুখের গড় ব্যাস প্রায় 300 মিটার।এর গড় ব্যাস প্রায় 15-25 কিমি।
5। উদাহরণআলাস্কার আনিয়াচক পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ।জাপানের কিউসু দ্বীপের আসোয়ান পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা।

14. ন্যুয়ে আর্দেন্তি (Nuee Ardente) কী?

উঃ “ন্যুয়ে আর্দেন্তি” একটি ফরাসি শব্দ আর অর্থ আগ্নেয়গিরি নিঃসৃত পদার্থ সমূহ আঠালো পদার্থের ন্যায় নিচে নেমে আসা। অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরির গা বেয়ে জলন্ত উত্তপ্ত পাইরোক্লাস্ট, উত্তপ্ত বাষ্প, অগ্নিপিন্ডের মত লাভা স্রোতের আকারে এক দীপ্তমান পদার্থ দ্রুত গতিতে প্রবাহিত হয়, এরূপ দীপ্তমান অগ্নিপ্রবাহকে ন্যুয়ে আর্দেন্তি বলে। উদাহরণ– 1902 সালে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলির ন্যুয়ে আর্দেন্তি দ্বারা সেন্ট পিয়ের শহরটি ভষ্মীভুত হয়ে যায়। বৈশিষ্ট্য– (i) এটি প্রচন্ড উত্তপ্ত ও দীপ্তমান হয়। (ii) এর গতি ঘন্টায় গড়ে প্রায় 100 কিমি। (iii) অনেক সময় প্রবল বিস্ফোরণে অগ্ন্যূৎপাত হয়। (iv) গ্যাসের সাথে জ্বলন্ত ভষ্ম, গলিত শিলাচুর্ণ থাকে।

15. ফিউমারোল (Fumarol) কী?

উঃ ল্যাটিন শব্দ “Fumus” থেকে “ফিউমারোল” শব্দের উৎপত্তি, যার অর্থ “ধোঁয়ার প্রকোষ্ঠ”। আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমানে জ্বলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস ধোঁয়ার মত বেড়িয়ে আসে, তাদের ফিউমারোল বলে। উদাহরণ- আলাস্কার কাটমাই অঞ্চলে ফিউমারোল দেখা যায়। শ্রেণিবিভাগ– (i) সালফাটারাস- সালফার গ্যাস নির্গমনকারী ফিউমারোল। (ii) মফিটিস– কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গমনকারী ফিউমারোল। (iii) স্যাফিওনি– প্রধানত বোরিক অ্যাসিড নির্গত হয়। বৈশিষ্ট্য– (i) নির্গমন কালে ব্যাপক বিস্ফোরন হয়। (ii) অগ্ন্যুৎপাতের প্রথম পর্যায়ে দেখা যায়। (iii) সালফার, বোরিক, কার্বন-ডাই-অক্সাইড প্রভৃতি গ্যাস দেখা যায়।

Leave a Comment